কালীগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার পাচ্ছেননা প্রকৃত কৃষক

আগের সংবাদ

পাইকগাছায় চায়না ক্লিনিক ও আদর্শ লাইব্রেরীর উদ্যোগে ছাগল বিতরণ

পরের সংবাদ

মাগুরায় অসুস্থ পুত্রের চিকিৎসা খরচ মেটাতে ব্যার্থ পিতার আত্মহনন

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ , ৯:৪৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩ , ৯:৪৯ অপরাহ্ণ

মানুষ সৃষ্টির সেরা জীব। চিন্তা চেতনা বুদ্ধি মত্ত্বায় এই পৃথিবীতে সে বহু সংগ্রাম করে উন্নত জীবনের উপযোগী করে গড়ে তুলেছেন। এ গড়ে তোলার পথে মানুষ ঐকান্তিক প্রচেষ্টার শক্তির যে যোগান পায় তা এক ঐশ্বরিক মায়ার জগতের অদ্ভুত বন্ধন ছাড়া কিছুই না। আর এই মায়ার বন্ধন মানুষ তখনই ছিন্ন করে চলে যায় যখন জীবন যুদ্ধে কোন কারণে পরাজয় বরণ করতে বাধ্য হয়। তেমনি একটা জীবনের পরাজয়ের ঘটনার সাক্ষী হলো

মাগুরার, মহম্মদপুর উপজেলার, রাজাপুর ইউনিয়নের, রাহাতপুর গ্রামের মানুষ। গত ১৫ই নভেম্বর, রাহাতপুর গ্রামের দিনমজুর কৃষক আলী আহমেদ পৃথিবীর মায়া ত্যাগ করে, আত্মহত্যা করেছেন বলে জানা গেছে, মা সাবিনা ইয়াসমিন “চলো একসাথে বাঁচি” নামক পেজের এক সাক্ষাৎকারকালে হৃদয় বিদারক এ কাহিনী বর্ণনা করতে করতে বাকরুদ্ধ হয়ে পড়ছেন।

গত ৬/৭ মাস আগে মাগুরা সরকারি পলিটেকনিকের ৫ম সেমিষ্টারের তরতাজা যুবক সাব্বির আহমেদ ফাহিম,বাড়ি থেকেই কলেজে পরীক্ষা দিতে যাওয়ার কালে হটাৎ পথিমধ্যে এক সড়ক দুর্ঘটনায় ফাহিম মারাত্মকভাবে আহত হয়। ডাক্তার জানান এতে ঘাড়ের হাড় ভেঙে গেছে । পরিপূর্ণ সুস্থ করতে দীর্ঘদিন চিকিৎসা করতে হবে। দীর্ঘদিন চিকিৎসা করে কৃষক পিতার আজ নিস্ব।সাধ্য অনুযায়ী চেষ্টা করে অবশেষে বাড়িতে নিয়ে এসে চলে সন্তানের চিকিৎসা। ডাক্তার বলেছেন তার সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এদিকে অসহায় সহায় সম্বলহীন পিতার পুত্রের এমন অবস্থা ও জীবন যাপনের ব্যায়ভার বহন করতে না পেরে আত্মহননের পথ বেছে নেন। এমনতাবস্থায় কূল কিনারা হারিয়ে জীবনের দিশেহারা হয়ে সাবিনা ইয়াসমিন সমাজের বিত্তবানদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে।

স্বামীহারা ও অসুস্থ পুত্রের মাকে সবাই সাহায্য পাঠানোর মাধ্যম, ফাহিমের মা- সাবিনা আহমেদ, সঞ্চয়ী হিসাব নাম্বার- ০১০০০৭১২৮৫১৮৩, জনতা ব্যাংক পি এল সি, নহাটা শাখা, মাগুরা। (বিকাশ) ০১৮৫১৯২২৯৯৬- ফাহিমের মা।

ডিসেম্বর ১২:২০২৩ : at, ২১:৪৪(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়