ঝিনাইদহ দুই আসনের সরকার দলীয় আ.লী. প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি হলফনামা অসম্পূর্ণ। হলফনামায় স্থাবর, অস্থাবর কোন সম্পদের বিবরণ দেননি তিনি। ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
প্রতিবেদকের হাতে আসা হলফ নামা সুত্রে জানা যায়, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এম.পি হলনামায় কোন তথ্য প্রদান করেননি।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে তাহজীব আলম সিদ্দিকী অস্থাবর সম্পাদ (ক) এবং (খ) স্থাবর সম্পদের হলফনামায় ঘর গুলো ফাঁকা রয়েছে। হলফনামায় কোন তথ্য প্রদাণ করেননি তিনি। ফরমের ভিতরের অংশে “আয়কর রির্টানে উল্লেখিত এবং সংযুক্ত বাক্যটি লেখা রয়েছে। এছাড়া হলফনামায় উল্লেখ না থাকায় তাহজীব আলম সিদ্দিকীর আ.লী. দলীয় প্রার্থী বর্তমান স্থাবর- অস্থাবর সম্পদ স্বর্ণ নগদ টাকা গাড়ি বাড়ির কোন তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান খবর নিশ্চিত করেছেন। তার মতে কর্মকর্তার ভাষায় হলফনামায় ভুল তথ্য দেওয়ার কোন বিধান নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।