কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে স্মারকলিপি প্রদান

আগের সংবাদ

হলফ নামা অসম্পূর্ণ নৌকার প্রার্থী সমির

পরের সংবাদ

প্রতিবেশীর পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ
মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে জাবের হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের সাহাবুর খানের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু জাবের সকাল ৯ টার দিকে বাড়িতে খেলা করছিল। অনেক সময় শিশুটিকে দেখতে না পেয়ে  মা সোহাগী খাতুন খোজ শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পাশে আজিজ খানের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, ‘সকাল ১০টার দিকে  শিশুটির স্বজনেরা শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে

ডিসেম্বর ১২:২০২৩ : at, ১২:৪১(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়