ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় ওই এলাকার মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে শাহাজান খাঁন, আরিফ খাঁন, ফিরোজ খাঁ ও মতিয়ার খাঁন এবং একই এলাকার আলাউদ্দিন খাঁন, ছেলে জাহাঙ্গীর খাঁন, আলমগীর খাঁন, সহ ৮ জন আহত হয়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে গুরতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক ডা.তানভির জামান প্রতিক।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তিতে উভয় পক্ষ জমির সীমানা নির্ধারণ ও মিমাংসা করার জন্য ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের নিকট যান। গত ৩/৪ দিন পূর্বে চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দেন। এবং তাদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।
এরই মধ্যে সোমবার সকালে এক পক্ষ বলাবাড়িয়া বাগান মাঠে জমিতে কৃষি কাজে গেলে অন্য পক্ষ তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র দা ও হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, মারামারির ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।