জাপানকে অল্পে আটকে ব্যাটারদের কাজটা আগেই সহজ করে দিয়েছিল বোলাররা। ব্যাটাররা আস্থার প্রতিদান দিলেন ঝড়ো ব্যাটিংয়ে। জাপানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশের যুবারা।
সোমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ বি’র ম্যাচে জাপানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৯ উইকেট ও ২৩২ বল হাতে রেখে জয় পেয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় জাপান। জবাবে ব্যাট করতে নেমে ১১.২ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
এদিন আগে ব্যাট করতে নেমে জাপান বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। উইকেট হারানোর পাশাপাশি তাদের রানের চাকাও স্থবির হয়ে আসে। ব্যাটিং পাওয়ার প্লের ১০ ওভারে ২০ রান তুলতে ১ উইকেট হারায় তারা। জাপান এদিন এতোই শম্ভুকগতিতে ব্যাট করেছে যে, ৫০ রান পূর্ণ করতে তাদের খেলতে হয়েছে ২৬.২ ওভার বা ১৫৮ বল। ১১ থেকে ৪০ ওভার পর্যন্ত ৫৯ রান তুলতে হারায় ৬ উইকেট।
জাপানের পক্ষে মাত্র তিনজন দুই ডিজিটের রানে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পারমার। ২ চারে এই ইনিংস খেলতে তিনি বল খেলেছেন ৮০টি। এছাড়া কাজুমা কাতো-স্ট্যাফোর্ড ৪২ বলে ১৩ ও কেইফার লেক ৩৮ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাব্বি ৮.১ ওভারে তিন মেডেন ওভারসহ মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আরিফুলও ৭ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকিরা সকলেই ১টি করে উইকেট শিকার করে অবদান রাখেন।
১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম ঝড় তোলেন। মাত্র ৪.৫ ওভারেই ৫০ রান পূর্ণ করে বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দ্রুতই জয়ের কাছাকাছি পৌঁছে যায় যুব টাইগাররা।
জিশান আলম আউট হওয়ার আগে ১৬ বলে ৪ চার ও ১ ছয়ে ২৯ রান করেন। তবে আরেক ওপেনার শিবলি ঠিকই অর্ধশতক তুলে নেন। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। জাপানের পক্ষে ৩.২ ওভারে ৩০ রানে একমাত্র উইকেটটি শিকার করেন চার্লস হাইঞ্জ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।