মেহেরপুর জেনারেল হাসপাতালে ভাংচুর, ওয়ার্ড বয়, নার্স ও ডাক্তারদের উপর হামলা

আগের সংবাদ

বেনাপোলের চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি আটক

পরের সংবাদ

যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানের মুক্ত বাংলায় জনসভা স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ , ৯:৫২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩ , ৯:৫২ অপরাহ্ণ

যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে মুক্ত বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রথম জনসভা স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার যশোর জেলা প্রশাসন ও ইনস্টিটিউটের যৌথ আয়োজনে উন্মুক্ত স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘যশোরে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকারের প্রথম ঐতিহাসিক জনসভা হয় মুন্সি মেহেরুল্লাহ ময়দানের মুক্ত বাংলা মঞ্চে। সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। জনসভা থেকে তাজউদ্দিন আহমেদ ম্যাসেজ দেন স্বাধীন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র।

যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবেন। কেউ কারো প্রতিপক্ষ নয়, শত্রু নয়, সবাই ভাই ভাই। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নেজামী ইসলাম, মুসলীম লীগ ও জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। তিনি বলেন ধর্মকে ব্যবহার করে বাঙালিকে ভাগ করা যাবে না। বাংলা আমাদের মা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সেই মায়ের সন্তান।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বৃহত্তর যশোর জেলা মুজিববাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।

ডিসেম্বর ১১:২০২৩ : at, ২১:৫০(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়