দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ছয়জন প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। নির্বাচন কমিশনে আপিল করার পর তারা বৈধতা ফিরে পান। রবিবার সকাল ১০টায় আপিলকারীদের শুনানি শুরু হয়।
শুনানিতে যশোরে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন, যশোর-১ আসনের আক্তারুজ্জামান (জাতীয় পার্টি), যশোর-২ আসনের এস. এম হাবিবুর রহমান (স্বতন্ত্র), যশোর-৩ আসনের মহিদুল ইসলাম (জাকের পার্টি), যশোর-৩ আসনের মোহিত কুমার নাথ (স্বতন্ত্র), যশোর-৫ আসনের শেখ নুরুজ্জামান (বিএনএম), যশোর-৬ আসনের আজিজুল ইসলাম (স্বতন্ত্র)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।