তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত

আগের সংবাদ

যশোরে জয়তী সোসাইটির আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরের সংবাদ

ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসায় জাল সনদে চাকরির অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩ , ১০:৩৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩ , ১০:৩৮ অপরাহ্ণ

ঝিকরগাছায় জাল সনদে চাকরির অভিযোগ উঠেছে পায়রাডাঙা গ্রামে অবস্থিত ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসার শিক্ষিকা শিউলী খাতুনের বিরুদ্ধে। তিনি অত্র মাদরাসায় সহকারী শিক্ষক কম্পিউটার পদে চাকুরি করছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০০৩ সালের ৯ আগষ্ট ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ১৩ সেপ্টেম্বর ২০০৩ সালে অনুষ্ঠিত নিয়োগ বোর্ডে পায়রাডাঙা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে শিউলি খাতুনকে নিয়োগের সুপারিশ করা হলে তিনি ১৬ সেপ্টেম্বর ২০০৩ সালে কম্পিউটার শিক্ষক পদে যোগদান করেন। ২০০৪ সালে তিনি এমপিও ভুক্ত হন। তার ইনডেক্স নং ৫৮১০৭০। নিয়োগের পর থেকে এ পর্যন্ত বেতন ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে ৩৪ লক্ষ ৮১ হাজার ৯ শত ৩৪ টাকা উত্তোলন করেছেন।

নিয়োগের সময় শিউলি খাতুন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বগুড়ার জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নট্রাৃমস)’র ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি পাশের একটি সনদ দাখিল করেন যার রেজিষ্ট্রেশন নং ১৯৬৫৩। উক্ত সনদটি জাল বা ভুয়া বলে অভিযোগ উঠেছে। সনদটিতে লেখক, পরীক্ষা নিয়ন্ত্রক এই দুজনের স্বাক্ষর থাকলেও পরিচালকের কোনো স্বাক্ষর নেই।

অভিযুক্ত শিক্ষিকা শিউলী খাতুনকে জাল সনদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এবিষয়ে আমি আপনাকে কোনো তথ্য দেবোনা। তথ্য লাগলে আপনি ইউএনও অফিসে গিয়ে নিয়ে নেন।

মাদরাসার সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন বলেন, বিষয়টি এতদিন আমাদের নজরে আসেনি। কিছুদিন আগে ডিপ্লোমা সনদধারী ও এনটিআরসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চায় সরকার। তখনই বিষয়টি আমাদের গোচরে আসে। আমি ইতিমধ্যে নিয়ম অনুযায়ী সনদটি ঠিক আছে কিনা সেটা জানাতে নট্রামস কতৃপক্ষ বরাবর আবেদন করেছি। এ বিষয়ে উক্ত শিক্ষিকাকে শোকজ করা হলেও তিনি তার উত্তর দেননি।

ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, আমি সনদটি দেখেছি। পরিচালকের স্বাক্ষর বাদে সনদ সঠিক হওয়ার কথা নয়। আমি সনদ যাচাই এর জন্য পাঠাবো।

এদিকে শিক্ষিকা শিউলী খাতুন জাল সনদে প্রায় ৩৫ লক্ষ টাকা সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ নিয়েছেন যেটা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার এবং জাল সনদে চাকরির দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডিসেম্বর ১০:২০২৩ : at, ২২:৩৬(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়