নতুন দিগন্তে টিএমএসএস

আগের সংবাদ

নানা আয়োজনে নড়াইল মুক্ত দিবস পালিত

পরের সংবাদ

কালিগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগের সভাপতি উজ্জলসহ ৩জন আটক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩ , ৬:৪৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩ , ৬:৫৬ অপরাহ্ণ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর হতে ৯০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে সাবেক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ও অপহরণ, মার্ডারসহ একাধিক মামলার আসামী ইকবাল হোসেন উজ্জল (২৮), সোতা গ্রামের নূর মোহাম্মদ মোড়লের পুত্র আলমগীর হোসেন (২৩), শ্যামনগর উপজেলার গুমন্তলী গ্রামের মুজিবর রহমানের পুত্র সাইদুল ইসলাম (২৭)।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ৯ ডিসেম্বর আনুমানিক দুপুর ২ টায় কালিগঞ্জ থানার এস আই বুলবুল হোসেন, এ এস আই তারক চন্দ্র দাস, এ এস আই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স শংকরপুর ইসরাফিল তরফদারের বাড়ি অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেন।

থানা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং -১৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়