মনিরামপুরে পিলার পড়ে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

আগের সংবাদ

ঝিকরগাছায় রাতের আধারে দুই বিঘা পেঁপে বাগান কর্তন

পরের সংবাদ

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ , ৯:০০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩ , ৯:০৩ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঝিকরগাছা উপজেলার বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝিকরগাছা উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠে মাঠে এখন সরিষার চাষ। প্রথম দিকে সরিষার চাষ ভালো দেখা গিয়েছিল। তবে কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার ১১টি ইউনিয়নে সরিষার ফল আসার আগেই তা মাটিতে নুয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

এ বিষয়ে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, চলতি মৌসুমে ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। প্রথম দিকে সরিষার চাষ ভালো দেখা গেলেও গত কয়েক দিনে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সরিষার খেতে হালকা পানি জমেছে। এখন যদি এই পানি না শুকায় আর বৃষ্টি যদি অব্যাহত থাকে তাইলে সরিষা গাছের গোড়া পচে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিতে মাঠের সব সরিষা মাটির সঙ্গে শুয়ে আছে। ফল আসার আগেই এমন হওয়ায় বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।

বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামের কৃষক আবুল ইসলাম জানান, আমি ২বিঘা জমিতে সরিষা চাষ করে ছিলাম টানা বৃষ্টির কারনে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে।

শংকরপুর ইউনিয়নের কৃষক মিজানুর রহমান জানান, আমি এবার আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছি সরিষার ফলন ও খুব ভালো ছিলো কিন্তুু হটাৎ করে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে সরিষার অনেক ক্ষতি হয়েছে। উজ্জলপুর গ্রামের পরিতোষের ৩ বিঘা বাঁকড়া গ্রামের আনছার আলীর ২ বিঘা মহেশপাড়া গ্রামের রুহুল আমিনের ২বিঘা, মোকন্দপুর গ্রামের আনারের ৩ বিঘা, সোনাকুড় গ্রামের আমজেদ আলীর ২ বিঘা, মাহবুবুর রহমানের ১বিঘা, ছলেমানের ২ বিঘা, রায়পটনের আকবরের ২বিঘা, কাবিলের ৩বিঘা, সাত্তারের ২বিঘা, বিষ্ণুপুরের আরশাদ আলীর ২বিঘা, আনারের ১বিঘা, রবিউলের ২বিঘা, মহেশপাড়া গ্রাামের শফিকুলের ২বিঘা, আনছার আলীর ১ বিঘা, আলা উদ্দীনের ২বিঘা, সাকিলের ১বিঘা, আবুলের ১বিঘা জমিতে সরিষার ব্যপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ রূপান্তর প্রতিবেদক কে বলেন, ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে কয়েক দিন বৃষ্টি হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিচু জমিতে পানি জমে থাকলে সরিষার গোড়ায় পচন রোগ দেখা দিতে পারে। তবে এ বিষয়ে প্রতিটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

ডিসেম্বর ০৮:২০২৩ : at, ২০:৫৫(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়