‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’ স্লোগানে বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে যশোরে বিজয় প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে শুক্রবার বিকেলে এ শোভাযাত্রা ঐতিহাসিক টাউন ময়দান থেকে শুরু হয়। জাতীয় পতাকা হাতে দিয়ে শোভাযাত্রাটি শহরের দড়াটানা, মনিহার, মুড়লী, পালবাড়ী ও চাঁচড়ামোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভপতি দিপংকর দাস রতন, বিজয়ের ৫২ বছর উদযাপন পর্ষদের আহ্বায়ক হাবিবা সেফা, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবনী সুর, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক জয়িতা অর্চনা বিশ্বাসসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রমূখ।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ মোটরসাইলে চড়ে এই শোভাযাত্রায় অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।