আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় কয়রা (খুলনা ৬) আসনে ৫ জন প্রার্থী থাকলেও সাধারণ ভোটারদের আগ্রহ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী রশীদুজ্জামান সম্পদ কত আছে? রশীদুজ্জামান নৌকার প্রার্থী মনোনয়নপত্রের সাথে আয় ও সম্পদের বিবরণ দিয়েছেন। হলফনামায় দেওয়া আয় ও সম্পদের বিবরণ জানতে ভোটারদের মধ্যে রয়েছে নানা আলোচনা।
হলফনামা দেওয়া তথ্য মতে, পাইকগাছা-কয়রা (খুলনা-৬) প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রশীদুজ্জামান মোড়ল এমএ পাশ। তার বিরুদ্ধে ইতোপূর্বে দুটি মামলা ছিলো। দুটিতেই তিনি খালাস পেয়েছেন।
কৃষি ও ব্যবসাকে আয় হিসেবে দেখিয়েছেন তিনি। তার বার্ষিক আয় ৬ লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে বছরে ২ লাখ ৩৫ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় করেন ২ লাখ ৮৮ হাজার টাকা। তার স্ত্রী শিক্ষকতা পেশায় জড়িত। তিনি বার্ষিক আয় করেন ৪ লাখ ৩২ হাজার টাকা।
রশীদুজ্জামান মোড়লের সম্পদের মধ্যে হাতে নগদ দুই লাখ টাকা, ব্যাংকে জমা মাত্র ৫০০ টাকা, দশমিক ৬৬ একর কৃষি জমি, দশমিক ২৪ একর অকৃষি জমি, একটি আবাসিক ও একটি বাণিজ্যিক ভবন রয়েছে। তার স্ত্রীর রয়েছে ৩ দশমিক ৬ একর কৃষি জমি এবং দশমিক ২২ একর অকৃষি জমি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।