কালীগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের সংবর্ধনা

আগের সংবাদ

পাইকগাছা-কয়রার নৌকার মাঝি রশীদুজ্জামানের যত সম্পদ

পরের সংবাদ

কেশবপুরে দলিতের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩ , ৮:৫৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩ , ৮:৫৩ অপরাহ্ণ

কেশবপুরে ‘জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দলিতের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়।

দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভির হোসেন।

দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, অ্যাডভোকেট মিলন মিত্র, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, দলিত পরিষদের সমন্বয়কারী উজ্জ্বল দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, দলিত পরিষদের ম্যানেজার উত্তম দাস, নারী নেত্রী সুফিয়া পারভীন শিখা, সদস্য তাপস দাস, মিনা দাস প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকার দলিতের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ০৭:২০২৩ : at, ২০:৪৫(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়