পল্লী উন্নয়ন ও সমবায় সচিবকে মৎস্য জীবী ফাউন্ডেশনের শুভেচ্ছা

আগের সংবাদ

যশোরে ছাত্রীকে যৌন নিপীড়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

পরের সংবাদ

যশোরসহ দক্ষিণাঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি, অবশেষে এলো শীতের আগমনী বার্তা

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ , ১০:৩২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩ , ১০:৩২ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার গুড়ি গুড়ি বৃস্টি শুরু হয়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়তে পারে বলেও বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেক ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ১০ ডিসেম্বেরর পর থেকে শীত বাড়তে পারে।

তথ্যমতে, দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলায় সন্ধ্যার আগমুহূর্তে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে সন্ধ্যার আগমুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে যশোর শহর প্রায় জনশূন্য হয়ে পড়তে দেখা যায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও আগে-ভাগে বন্ধ হয়ে গেছে। ফলে এই বৃষ্টি জনজীবনে কিছুটা হলেও প্রভাব ফেলেছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের নিলর ও মাসুলিপত্তমের কাছ দিয়ে মঙ্গলবার বিকেলে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে স্থলভাগের অভ্যন্তরে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

বৃষ্টির ফলে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সাথে মাঝারি ধরনের বজ্রপাত হতে পারে। বৃহস্পতি-শুক্রবার থেকে শীত বাড়বে। তবে শীতের তীব্রতা খুব বেশি হওয়ার সম্ভাবনা কম।

ডিসেম্বর ০৬:২০২৩ : at, ২২:২৫(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়