অভয়নগরে প্রকাশ্য দিবালোকে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাত

আগের সংবাদ

নড়াইলে ব্যাডমিন্টন খেলতে যেয়ে শিক্ষকের মৃত্যু

পরের সংবাদ

শ্যামনগর উপজেলা আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময়

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ , ৯:৪২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩ , ৯:৪২ অপরাহ্ণ

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাতক্ষীরা-৪ আসেনে এস.এম আতাউল হক দোলোনকে নৌকা প্রতিকে বিজয়ী করতে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় নির্বাচন পরিচলনা প্রস্তুতি কমিটির আয়োজনে, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুল সাত্তারর সভাপতিত্বে, জেলা যুবলীগের সদস্য আব্দুল সালামের সঞ্চলনায় বঙ্গবন্ধু মার্কেটের দোতলায় শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তৃতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকা প্রতীকে সাতক্ষীরা-৪ আসেন এস.এম আতাউল হক দোলেনকে বিজয়ী করতে হবে এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান জানান। এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ আহবায়ক জাকির হোসেন, কৃষকলীগের সভাপতি এ বি এম মনজুর এলাহী খোকন, সেচ্ছাসেবকলীগ আহবায়ক ফয়সাল আহাম্মেদ সুমন, উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব বাবু, তাঁতিলীগ সাধারণ সম্পাদক আমিনুর রহমান বেলাল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুফিয়া খাতুন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ০৬:২০২৩ : at, ২১:৩৮(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়