যশোরের মনিরামপুরে ডিবি পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগান, দুই কেজি গান পাউডার ও একটি ককটেল উদ্ধার হয়েছে। এসময় চার যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার মশিয়াহাটি এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন। চারজনকে আটক করেন আটককৃতরা হলেন, উপজেলার মশিয়াহাটি এলাকার অমিতাভ বিশ্বাস, মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল ও প্রান্ত ধর এবং নেহালপুর এলাকার জাহিদ হাসান।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে আজ বুধবার সকালে গ্রেফতারকৃত চার যুবকের বিরুদ্ধে মনিরামপুর থানায় দুটি মামলা করেছেন। মামলার বিষয়টি মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় নওয়াপাড়া ঘাটে কাজ শেষে ফেরার পথে ডিবি পুলিশের হাতে আটক হন অমিতাভ বিশ্বাস ও প্রতাপ মন্ডল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে মশিয়াহাটি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। আটকৃতদের তথ্যমতে কুলটিয়া মোড় থেকে জাহিদ হাসানকে আটক করা হয়। এরপর তিনজনকে নিয়ে অভিযানে নামে ডিবি পুলিশ। আটক তিন জনের দেওয়া তথ্য অনুযায়ী ওইরাতে কুলটিয়া বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে একটি ককটেল ও দুই কেজি গান পাউডার উদ্ধার করে ডিবি পুলিশ। পরে মহিষদিয়া এলাকা থেকে প্রান্ত ধরকে আটক করে এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ডিবি পুলিশ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক চার জনের নামে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।