মণিরামপুরে হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব

আগের সংবাদ

নারী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

পরের সংবাদ

হারানো ছেলেকে পরিবারে কাছে হস্তান্তর করলো উপজেলা প্রশাসন

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ

বাড়ি থেকে গত ১ মাস আগে হারিয়ে যাওয়া  রায়হান (১০) নামে এক শিশুকে তার পরিবারের  কাছে হস্তান্তর করেছে শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।

আজ বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের লোকের হাতের তুলে দেন। এসময় হারানো ছেলেকে ফিরে পেয়ে পরিবারের লোকজন আনন্দে কেঁদে ফেলেন। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।

সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, শিশু রায়হানকে গত চার দিন আগে নাভারণ রেল ওয়েস্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজ সেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম পরে খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়। আজ বিকালে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রায়হানের পরিবার জানান, গত ১ মাস আগে সে হঠাৎই বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানায় শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা, আনসার সদস্য সহ সহযোগী সকলকে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান, সাংবাদিক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ০৬ :২০২৩ : at, ১৮:৪৫(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়