দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যশোর-৫ মণিরামপুরে আলোচনায় সরগম হয়ে উঠেছে। প্রার্থীর তালিকায় ৫ জনের নাম থাকলে মূল আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী।
আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ মনোনীত মণিরামপুরে হেভিওয়েট প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী।
এ আসনে ৯ জনের মধ্যে যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী, হুমায়ূন সুলতান সাদাব, আমজাদ হোসেন লাভলু ও জাকের পার্টির হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, জাতীয় পার্টির এমএ হালিম, তৃণমূল বিএনপি আবু নসর মোহাম্মদ মোস্তফা ও ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।