প্রিজাইডিং অফিসার বললেন ১১ ভোট নষ্ট ২ ভোট হারিয়ে গেছে
যশোরের ঝিকরগাছা মাছবাজার ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পূণরায় ভোট গননার দাবি জানিয়ে জয়েন্ট রেজিষ্টার, বিভাগীয় সমবায় কার্যালয় খুলনা বরাবর লিখিত আবেদন করেছেন সামছুর রহমান-নুরন্নবী পরিষদের ৬সদস্য। যার অনুলিপি কপি দেয়া হয়েছে মাননীয় সমবায় প্রতিমন্ত্রী, যশোর জেলা সমবায় অফিসার ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১১ নভেম্বর-২০২৩ ইং ঝিকরগাছা মাছবাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল সামছুর-নুরন্নবী পরিষদ ও নাজিম সরদার-সিরাজুল পরিষদের ৬ জন করে প্রার্থী (সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারন সম্পাদক একজনসহ ৩জন করে সদস্য প্রতিদ্ব›দ্বীতা করে। নির্বাচনে ১৯৪ জন ভোটের মধ্যে ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফলে নাজিম সরদার-সিরাজুল পরিষদকে ৮৬ ভোট ও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩ ভোট দেখানো হয়েছে। বাকি ১৩ ভোটের কোন হিসাব দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সামছুর-নুরন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান, সাধারন সম্পাদক প্রার্থী নুরুন্নবী গাজী, সহ-সভাপতি প্রার্থী শাহাজাহান আলী, সদস্য প্রার্থী শামিম হোসেন, সাদ্দাম হোসেন ও আমিনুর রহমান জানিয়েছেন, নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহম্মেদের সাথে গোপন যোগসাজসে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়েছে।
এছাড়া সংগঠনটি মৎস্য বিভাগের হলেও প্রিজাইডিং অফিসার কর্তৃক উক্ত নির্বাচন সংক্রান্ত কোন পত্র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দেয়া হয়নি বলেও শামছুর-নুরান্নবী পরিষদ জানান। ফলে উক্ত নির্বাচনের ফলাফল বাতিলসহ পূণরায় ভোট গননাসহ সমবায় আইন ও বিধি মোতাবেক সুষ্ট তদন্তের মাধ্যমে বিষয়টি আইনগত ভাবে সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সামছুর-নুরুন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে ১৮২ ভোট পড়লেও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩-৮৬ ভোটের ব্যাবধানে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়। এছাড়া ১১টি ভোট নষ্ট ও ২টি ভোট হারিয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।