সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে যশোরে এক গৃহবধূ আত্নহত্যা

আগের সংবাদ

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ

পরের সংবাদ

প্রিজাইডিং অফিসার বললেন ১১ ভোট নষ্ট ২ ভোট হারিয়ে গেছে

ঝিকরগাছা মাছবাজার সমিতির ভোটে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩ , ৪:৫১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩ , ৪:৫১ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা মাছবাজার ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পূণরায় ভোট গননার দাবি জানিয়ে জয়েন্ট রেজিষ্টার, বিভাগীয় সমবায় কার্যালয় খুলনা বরাবর লিখিত আবেদন করেছেন সামছুর রহমান-নুরন্নবী পরিষদের ৬সদস্য। যার অনুলিপি কপি দেয়া হয়েছে মাননীয় সমবায় প্রতিমন্ত্রী, যশোর জেলা সমবায় অফিসার ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর।

অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১১ নভেম্বর-২০২৩ ইং ঝিকরগাছা মাছবাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল সামছুর-নুরন্নবী পরিষদ ও নাজিম সরদার-সিরাজুল পরিষদের ৬ জন করে প্রার্থী (সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারন সম্পাদক একজনসহ ৩জন করে সদস্য প্রতিদ্ব›দ্বীতা করে। নির্বাচনে ১৯৪ জন ভোটের মধ্যে ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফলে নাজিম সরদার-সিরাজুল পরিষদকে ৮৬ ভোট ও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩ ভোট দেখানো হয়েছে। বাকি ১৩ ভোটের কোন হিসাব দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সামছুর-নুরন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান, সাধারন সম্পাদক প্রার্থী নুরুন্নবী গাজী, সহ-সভাপতি প্রার্থী শাহাজাহান আলী, সদস্য প্রার্থী শামিম হোসেন, সাদ্দাম হোসেন ও আমিনুর রহমান জানিয়েছেন, নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহম্মেদের সাথে গোপন যোগসাজসে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়েছে।

এছাড়া সংগঠনটি মৎস্য বিভাগের হলেও প্রিজাইডিং অফিসার কর্তৃক উক্ত নির্বাচন সংক্রান্ত কোন পত্র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দেয়া হয়নি বলেও শামছুর-নুরান্নবী পরিষদ জানান। ফলে উক্ত নির্বাচনের ফলাফল বাতিলসহ পূণরায় ভোট গননাসহ সমবায় আইন ও বিধি মোতাবেক সুষ্ট তদন্তের মাধ্যমে বিষয়টি আইনগত ভাবে সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সামছুর-নুরুন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান।

এ ব্যাপারে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে ১৮২ ভোট পড়লেও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩-৮৬ ভোটের ব্যাবধানে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়। এছাড়া ১১টি ভোট নষ্ট ও ২টি ভোট হারিয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়