শব্দ থিয়েটার যশোরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সক্রেটিস নাটকের শুভ মহরত অনুষ্ঠিত

আগের সংবাদ

কোমরে পিস্তল শাহজাহান ওমরের, হাতে বন্দুক বিএনপি নেতার

পরের সংবাদ

ইবিতে শাপলা ফোরামের সভাপতি পরেশ সম্পাদক রবিউল 

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ , ১০:০২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩ , ১০:০২ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড.পরেশ চন্দ্র বর্মন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের প্রফেসর ড.রবিউল হোসেন। সোমবার সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩ এর আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গণিত বিভাগের প্রফেসর ড.আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, কোষাধ্যক্ষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়া ১০ জন মনোনীত সদস্যরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড.জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড.আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.মাহবুবর রহমান ও ইংরেজি বিভাগের প্রফেসর ড.মামুনুর রহমান।

এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড.তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড.মাহবুবুল আরফিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড.শেলীনা নাসরীন, আইন বিভাগের প্রফেসর ড.শাহজাহান মন্ডল ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাজ্জাদ হোসেন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের বিজয়ী ১৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ড.পরেশ চন্দ্র বর্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা রয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রয়োজন। আমরা এসব সমস্যা সমাধান করতে প্রশাসনকে পরামর্শ প্রদান করবো। স্মার্ট ক্যাম্পাস বিনিমার্নে যতটুকু প্রয়োজন আমরা ভূমিকা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।

ডিসেম্বর ০৪ :২০২৩ : at, ২১:৫৯(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়