মধুখালী বাজারে সাবেক এমপি অ্যাড. মনিরের মতবিনিময়

আগের সংবাদ

ইবিতে শাপলা ফোরামের সভাপতি পরেশ সম্পাদক রবিউল 

পরের সংবাদ

শব্দ থিয়েটার যশোরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সক্রেটিস নাটকের শুভ মহরত অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ , ৯:৫০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩ , ১০:৩৪ অপরাহ্ণ
শব্দ থিয়েটার যশোরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকাল ০৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের শিল্প নির্দেশক মোস্তাক আহমেদ পলাশের সভাপতিত্বে সক্রেটিস নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন লালু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত নাটকের শুভ মহরত ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি সক্রেটিস নাটকের নির্দেশনা প্রদানের জন্য অরুণ মজুমদারকে নাটকের পাণ্ডুলিপি হস্তান্তর করেন। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সক্রেটিস নাটকের রচয়িতা নাট্যকার মাস্উদ জামান। এছাড়া বিশিষ্ট অভিনেতা স্বপন দাস, নাট্যকার আবুল হাসান তুহিন, নাট্য অভিনেতা ও নির্মাতা আলমগীর হোসেন বাবু, প্রযোজক শামসুদ্দিন, বাদশা খান, জায়েদ খালেদ, অভিনয় শিল্পী অসিম, রিফাত, ইব্রাহীম, সোহেল, সবুজ, আলমগীর, শাহিদুর, মারুফ, বায়জিদ, মিখাইল প্রমুখ উপস্থিত হন।
সমাপনী আয়োজনে অরুণ মজুমদারের জন্মদিন উপলক্ষে  শব্দ থিয়েটার যশোর ফুলেল শুভেচছা জানায়।
সমগ্র আয়োজন পরিচালনা করেন শব্দ থিয়েটার’র প্রতিনিধি ও লেখক সুধাসিন্ধু তাপস।

ডিসেম্বর ০৪ :২০২৩ : at, ২১:৪৬(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়