দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি আসনে সর্বমোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং কর্মকর্তা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার বিকেলে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাতিল করা প্রার্থীরা হলেন- হলফনামা অম্পুর্ণ থাকায় ঝিনাইদহ-১ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর, ১% ভোটারের মধ্যে সিলেক্টেড ভোটারের তদন্তে অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় সতন্ত্র প্রার্থী শিহাবুজ্জামান,
ঝিনাইদহ-২ আসনে দাখিলকৃত রিটার্নের প্রত্যায়িত অনুলিপি না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, ঋণ খেলাপী হওয়ায় বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নজরুল ইসলাম, ঝিনাইদহ-৩ আসনে ১% ভোটারের মধ্যে সিলেক্টেড ভোটারের তদন্তে অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় সতন্ত্র প্রার্থী টিএম আজিবর রহমান ও নাজিম উদ্দিন এবং ঝিনাইদহ-৪ আসনে জাকের পার্টির প্রার্থী ইছাহাক আলী বিশ্বাস ঋণ খেলাপী হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩৪ জনের বাকি ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।