বেনাপোল সীমান্ত থেকে ২৭৫ বোতল ফেনসিডিল সহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি দেখতে পেয়ে আরিফ হোসেনের সহযোগী আমির হোসেন আমু নামে আরো একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। আটক আরিফ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।
র্যাব জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের পলাতক আমিরের বাড়িতে মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। এমন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল সহ আরিফকে আটক করা হয়। এসময় আমির কৌশলে পালিয়ে যায়।
যশোর র্যাব ৬-এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে, জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।