‘বাবার কাঁধে সন্তানের লাশ’ কত ভারী তা বুঝতে পারছি : মায়া চৌধুরী

আগের সংবাদ

আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

পরের সংবাদ

সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ , ১:১১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩ , ১:৩৫ অপরাহ্ণ

একদফা দাবিতে নবম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে বিএনপি ও তার শরিকদের। কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকাসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারা দেশে র‌্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে।

গতকাল রোবিবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অবরোধের এই দফার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুগপৎ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ সফল করার জন্য দলের নেতাকর্মী ছাড়াও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। তবে রাজনৈতিক কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিসেম্বর ০৪ :২০২৩ : at, ১৩:০৯(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়