জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের অবহিত করণ সভা

আগের সংবাদ

নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিপক্ষ দুই স্বতন্ত্রের মনোনয়ন বাতিল

পরের সংবাদ

নড়াইলের লোহাগড়ায় ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ , ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ , ৯:৪৮ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫)।

গত শনিবার ২ ডিসেম্বর দুপুরে লোহাগড়া থানাধীন ১২ নম্বর কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের বাসিন্দা আসামি রতন শেখের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত গ্রেফতার রতন শেখ লোহাগড়ার ধোপাদহ গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে, কাশেম শেখ একই গ্রামের আতিয়ার শেখের ছেলে এবং তরিকুল ইসলাম কাশিপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই (নিরস্ত্র) মাকফুর রহমান, এএসআই (নিরস্ত্র) শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, নড়াইল জেলার পুলিশ সুপার মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

ডিসেম্বর ০৩ :২০২৩ : at, ০৯:১২(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়