চলতি বছরের সেপ্টেম্বরে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা।
কাজ থেকে কয়েকদিনের বিরতি নিয়ে পরি এখন ব্যস্ত স্বামী-সংসার নিয়ে। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন স্বামীর সঙ্গে তোলা নানা ধরনের ছবি।
কিন্তু সম্প্রতি জানা গেলো পরিনীতির উপর বিরক্ত হয়েছেন তার ভক্তদের একটি অংশ।
তাদের মতে ভুল করেছেন পরিণীতি। পরিনীতির হাতে এমনিতেই ফ্লপ ছবির সংখ্যা অনেক। বলা হচ্ছে, এনিমেল দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারতেন, তবে সে ছবি নাকচ করে দেয়াতেই অনুরাগীরা চটেছেন তার উপর। মুক্তির প্রথম দিনেই সুপারহিট তকমা নিয়ে প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
২০২১ সালে ছবিটি বানানোর ঘোষণা দেয়ার পর জানানো হয়েছিলো রণবীরের বিপরীতে দেখা যাবে পরিণীতিকে। তবে এর কিছু দিন পরেই ওই ছবি না করার সিদ্ধান্ত নেন পরিনীতি।
এদিকে পরিণীতির এমন কাণ্ডেই ভক্তদের রাগ। অবশ্য সমালোচকরা বলছে পরিণীতি এ ছবি ছাড়েননি, বরং তাকেই ছবি থেকে বাদ দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।