ঝিকরগাছায় মাগুরা ইউনিয়নে মতবিনিময় করলেন আ. লীগের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান

আগের সংবাদ

সিদ্ধান্তের অপেক্ষায় আ. লীগের ‘স্বতন্ত্র’রা

পরের সংবাদ

যশোর ৪ (বাঘারপাড়া-অভয়নগর)

নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:৩৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩ , ৩:৩৮ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ পাওয়া গেছে। জনতা ব্যাংক নওয়াপাড়া শাখায় রুম্মন ট্রেডার্সের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ রয়েছে। যার সত্ত্বাধিকারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী এনামুল হক বাবুল।

জানা গেছে, গত ২৬ শে নভেম্বর আওয়ামী লীগের মনোনয় পাওয়ার পর জনতা ব্যাংক পি এল সি নওয়াপাড়া কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক মো: ইমরান হোসেন শামিম এর সহযোগিতায় ব্যাংকের হেড অফিসে উপমহাব্যবস্থাপক সিআইবি ডিপার্টমেন্ট বরাবর একটি পত্র পাঠান। পত্রের স্মারক নাম্বারঃ এমআইএইচএস/সিআইবি/ রুম্মন ট্রেডার্স / ৪৮৪/২০২৩।

ওই পত্রে ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা এনামুল হক বাবুলকে নির্বাচন করবার জন্য সিআইবি ছয় মাসের জন্য স্থগিত আবেদন করা হয়েছে। এর সাথে তার একটি মামলাঃ এফ টি এম এ টি নম্বর -৪০৭/২০২৩ উদ্ধৃত সিভিল রুল নং-৮৯৭/(এফএম)/২৩ এর কপি সংযুক্তি দেওয়া হয়েছে।

যশোরের সিনিয়ন নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান জানান, ব্যাংকসহ অন্যান্য সংস্থাগুলোকে এসব বিষয়ে সহযোগিতার জন্য ইতিপূর্বেই চিঠি দেয়া হয়েছে। যাচাই-বাছাই কার্যক্রমের অধীনে বিষয়গুলো নিয়ে আগামীকাল আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে বসবো। তাদের দেয়া তথ্যর ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে এনামুল হক বাবুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়