প্রস্তুতিমূলক প্রাক-বড়দিন উদযাপন

আগের সংবাদ

কালিগঞ্জের জাফরপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় অবশেষে বাবু চোর আটক

পরের সংবাদ

আশাশুনির চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ , ৭:৩৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩ , ৭:৩৯ অপরাহ্ণ

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আছর উপজেলার মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র আশাশুনি সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সংগীত শিক্ষক, খুলনা বেতারের নিয়মিত নজরুল গীতি শিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৬.১০ মি. তিনি মধ্যম চাপড়াস্থ নিজস্ব বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দীর্ঘদিন ডায়াবেটিক, হৃদ রোগ সহ বিভিন্ন কঠিন ও জটিল রোগে ভুগছিলেন। গত প্রায় ১৫ দিন পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কঠিন ব্যধি ক্যানসার রোগ সনাক্ত হলে চিকিৎসক আশা ছেড়ে দিয়ে বাড়ী ফিরিয়ে দেন। গত বুধবার বিকালে তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় বাড়ী ফিরিয়ে আনা হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে উল্লেখিত সময় তিনি মৃত্যুর কলো ঢোলে পড়েন। ওইদিন বিকালে বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের উপস্থিতিতে পুলিশের চৌকস দল গার্ড অপ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু ও এস, এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা আব্দু হান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল করিম, মুনসুর রহমান সহ পরিবারের লোকজন।

ডিসেম্বর ০১: ২০২৩ at :১৯:৩১(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়