রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ টি মোটরসাইকেল জব্দ

আগের সংবাদ

আশাশুনির চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরের সংবাদ

আশাশুনিতে বড়দিন উৎসব পালন উপলক্ষে

প্রস্তুতিমূলক প্রাক-বড়দিন উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ

আগামী ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্ম উৎসব তথা বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিসাবে আশাশুনির বড়দলে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ফাতিমা রানীর তীর্থ স্থানে আশাশুনি উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত প্রাক-বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি পিউস হালদার।

সাধারণ সম্পাদক মাষ্টার লালন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক পৌল সাহা, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক যোসেফ খা খা, উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর সরকার দীপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃন্ময় মল্লিক প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মথি সিং, আগস্টিন গাইন সহ উপজেলার ৩৫টি চার্চের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

প্রাক-বড়দিনের আলোচনা সভায় বক্তাগণ আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলাতেও ৩৫টি চার্চে যথাযথভাবে উৎসব মূখর পরিবেশে যীশুখ্রীষ্টের জন্মদিন উৎসব বড়দিন উদযাপন করার জন্য বিশেষ দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন এবং চার্চের অনুষ্ঠানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল প্রকার কার্যক্রম নিশ্চিত করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুরুত্বে বাইবেল পাঠ করেন অমিত মন্ডল। সবশেষে প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়

ডিসেম্বর ০১: ২০২৩ at :১৯:১৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়