প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ
অবশেষে মাগুরা’র শালিখা উপজেলা আওয়ামী লীগের সকল অন্তর ক্রন্দলের জগদ্দল পাথর গলে গেল। নানা ইস্যুতে শালিখা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে অন্তর কোন্দল চলে আসছিল,তা গতকাল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক নাইয়ে সবাই চড়ে বসলো। অবশ্য দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর নানান চাহিদা চাওয়া পাওয়ার একটা ব্যবধানের ছোট খাটো ক্রন্দল গড়ে ওঠাও অস্বাভাবিক নয়।প্রায় সময় তারা একে অপরকে উদ্দেশ্য করে তীর্যকমূলোক বক্তব্য রাখতেন, যার ফলে শালিখা উপজেলা আওয়ামী লীগের ভিতরে বিভক্তির সৃষ্টি হয়। কিন্তু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাগুরা জেলা আওয়ামী লীগ ও পঞ্চম বারের মত মাগুরা-২ আসন থেকে নৌকার মাঝি ড. শ্রী বীরেন শিকদারের মধ্যস্থতায় ও দূরদর্শী নেত্রীত্বের তীক্ষ্ণ মেধাসত্ত্বার পরিচয় দিয়ে শালিখা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের অন্তর কোন্দলের নিরসন ঘঠলো, নেবে গেল বিভেদের জগদ্দল পাথর,গলে গেল জমাট বাঁধা বরফ।
গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর নিকট মনোনয়ন পত্র জমা দেয়ার পর উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, শালিখা উপজেলা আওয়ামীলীগে দীর্ঘদিন ধরে আমাদের মাঝে ছোট খাটো ভুল বোঝা-বুঝির কারণে সামান্য মনোমালিন্য ছিল।আমাদের মাগুরা-২ আসনের আস্থার ঠিকানা বারবার নির্বাচিত সংসদ ড. শ্রী বীরেন সিকদার ও জেলা আওয়ামী লীগের মধ্যস্থতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মানসে আমরা শালিখা উপজেলা আওয়ামী লীগ আজ একত্রিত হয়েছি। আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। শালিখা উপজেলা আওয়ামী লীগ আজ এক মঞ্চে।
এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক আলী আহমেদ আহাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি রামমোহন দে মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. শামসুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, বুনাগাতী ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন লস্কর, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খুরশিদ আলম রনি, ছাত্র লীগ নেতা জাবেরুল ইসলাম সাগরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
এ সময় ড. শ্রী বীরেন শিকদার বলেন, এখন আমাদের ভেদাভেদ করার সময় নয়, এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ পরিবার। যে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে পারে আবারও তা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে আওয়মীলীগকে প্রতিহত করবে এমন শক্তি বাংলার মাটিতে নাই। ৭ তারিখে প্রমাণ হবে শালিখার মাটিতে আমাদের কোন বিকল্প নাই।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পঞ্চম বারের মতো নৌকা দিয়ে মাগুরা-২ আসনে পাঠিয়েছেন এ কারণে আমরা সৌভাগ্যবান যে আমাদের সুনাম, অস্তিত্ব আমরা রক্ষা করতে পেরেছি। আপনারা যদি এবার নৌকাকে বিজয় করতে পারেন তাহলে আমরা খুলনা বিভাগের সেরা অবস্থানে থাকবো। আমি শালিখার মানুষকে ভালোবাসি, আমি শালিখা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ক্ষমতায় আসার পর এ উপজেলায় রাস্তাঘাট, ব্রীজ, স্কুল কলেজের নতুন ভবন, হাসপাতাল ভবনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে এবং কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।
ডিসেম্বর ০১: ২০২৩ at :১৭:১৭(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।