স্বতন্ত্র মোড়কে জেলা আ. লীগের সভাপতিসহ ১৭ শীর্ষ নেতার মনোনয়ন জমা

আগের সংবাদ

‘ওরাতো দেখি ভাইরাল আইটেম খুঁজছে’ (ভিডিও)

পরের সংবাদ

নৌকার সমর্থন দিয়ে সরে দাড়ালেন রেন্টু

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ , ১১:৩৯ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩ , ১১:৪৫ পূর্বাহ্ণ

যশোর-৩ সদর আসনে নানা গুঞ্জন থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না, যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এছাড়া একই সাথে তিনি নৌকার পক্ষেই কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এরআগে গত মঙ্গলবার ২৮ নভেম্বর নির্বাচন করবেন বলে মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের পর থেকে গত কয়েকদিন ধরে যশোর সদরে চলছিল এই বিষয় নিয়ে নানা আলোচনা। সকল আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে ছিল জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আকস্মিক এক প্রেস বিফ্রিং এর আয়োজন করেন এই প্রার্থী। কি কারনে তিনি প্রেস বিফ্রিং করবেন তখনো কেউ জানেনা। প্রেস বিফ্রিং তিনি নির্বাচন করবেন না বলেন জানান। একই সাথে নৌকার পক্ষে কাজ করতে সকলকে আহবান করেন।

এরআগে ঈদ পরবর্তিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ে অনুষ্ঠানের আয়োজন করে নৌকার নমিনেশন প্রাত্যাশি বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিন। এরআগে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছিলো। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি মনোনয়নপ্রত জমা দেননি বলে জানিয়েছেন।

ডিসেম্বর ০১: ২০২৩ at :১১:৩৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়