ঝিনাইদহে শ্বশানের গাছ কাটা ঠেকাতে যেয়ে কমপক্ষে ৪ জনকে কুপিয়ে আহত করা হয়েছে । বুধবার রাত ৯টার দিকে উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
আহতদের মধ্যে- কাশি নাথ বিশ্বাসের ছেলে সন্তোশ বিশ্বাস ও অমল বিশ্বাস, সন্তোশ বিশ্বাসের ছেলে সাজু বিশ্বাস এবং সাগর পরামানিকের ছেলে বিশ্বজিৎ পরামানিক ।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, এলাকার একমাত্র স্মশানের গাছ কাটাকে কেন্দ্র করে মূলত এ ঘটনা । আজ রাতে প্রাক্তান চেয়ারম্যান জুয়েলের অনুসারীরা গাছ কাটতে গেলে জানাজানি হওয়ায় এলাকাবাসী এর প্রতিবাদ করে । তখন দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে । এরপর ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে । এ ঘটনা জানার পর পুলিশ একজনকে আটক করেছে । তবে এখনও কোন মামলা হয়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ডাঃ জান্নাত জানান, মারামারির ঘটনায় ৪ জনকে হাসপাতালে আসে । তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । তবে দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুইজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে । সে দুই জন হলো, সন্তশ বিশ্বাস ও সাজু বিশ্বাস ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।