যশোরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার প্রার্থী কাজী নাবিল

আগের সংবাদ

রাজগঞ্জে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল হাফেজর প্রান

পরের সংবাদ

বেনাপোলে তৃতীয় লিঙ্গের নারীকে কুপিয়ে জখম

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ

বেনাপোলে রেশমা খাতুন (৩০) নামে তৃতীয় লিঙ্গের এক নারীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে স্বামী। বুধবার রাত ৩ টার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার বাগে জান্নাত মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে। আহত রেশমা খাতুন বেনাপোল কাগজপুকুর গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী।

খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত রেশমাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

প্রতিবেশী ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তাদের এই পারিবারিক সহিংসতা চলে আসছিলো। এছাড়াও তারা বেপরোয়া জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ে। প্রায়ই তাদের মধ্যে মারামারি ও সংঘাত লেগে থাকতো। এ নিয়ে বেনাপোল পোর্ট থানায় একাধিক বার মীমাংসা করবার চেষ্টা চললেও ফলাফল ইতিবাচক হয়নি। ঘটনার দিন পারিবারিক বিতর্কের রেশ ধরে বাসায় থাকা বটি দিয়ে রেশমাকে কুপিয়ে মারাত্বক জখম করে ফেলে রেখে চলে যায় স্বামী জাফর। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারাত্বক আহত রেশমা উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী জাফর পলাতক রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়