নৌকা মনোনীত প্রার্থীর সাথে নেই স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ

আগের সংবাদ

বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরায় সাকিব, পেলেন অভ্যর্থনা

পরের সংবাদ

খুলনার ৬টি আসনে ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আওয়ামীলীগের ৩ হেবিওয়েট প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:৫১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৩০, ২০২৩ , ১:৪২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে খুলনার তিন হেবিওয়েট ও ২জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বেলা তিনটায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীন আরেফিনের কাছে ও উপজেলায় সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন। এদিকে খুলনার ৬টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন বেলা তিনটায় খুলনা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থীর মনোয়নপত্র জমা দেন। বেলা সোয়া তিনটায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক এস এম কামাল হোসেন মনোয়নপত্র জমা দেন। এবং বেলা সাড়ে তিনটায় আব্দুস সালাম মূর্শেদী খুলনা-৪ আসনের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় খুলনা সিটি মেয়র ও মাহানগর আওয়ামীলগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদও খুলনা চেম্বার অব কমার্সেও সভাপতি কাজী আমিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ৩ আসনের দলীয় প্রার্থী এস এম কামাল হোসেন মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন হবে নিরাপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে।

খুলনা ২ আসনের আওয়ামীলীগ প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় এসে দক্ষিনা-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আগামীতে আবারও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

খুলনা ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ও চ্যালেঞ্জর বিষয়। এই চ্যালেঞ্জই গণতন্ত্রের সৌন্দর্য্য।

বুধবার বিকাল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্তÍ খুলনার ৬টি আসনে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোল্লা জুয়েল রানা রুপসা উপজেলায় সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া খুলনা ৬ স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু মনোনয়নপত্র জমা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়