চৌগাছায় বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পমাল্য অর্পণে
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকা মনোনীত প্রার্থীর চৌগাছায় বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পমাল্য অর্পণে সাথে উপস্থিত নেই চৌগাছা উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন পেয়েছে ডা. তহিদুজ্জামান তুহিন। মনোনয়ন পেয়ে ঢাকা থেকে বুধবার সকালে নির্বাচনী এলাকার উদ্দেশ্য যশোর বিমান বন্দরে পৌঁছান নৌকা মার্কার প্রার্থী ডা. তহিদুজ্জামান তুহিন। প্রার্থীর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতা কর্মীরা বিমান বন্দরে উপস্থিত ছিলেন। কিন্তু চৌগাছা উপজেলা থেকে কোন নেতাকর্মি রিসিভশনে উপস্থিত ছিলেন না।
যশোর বিমান বন্দর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তুহিন চৌগাছায় এসে পৌঁছালেও কোথাও চৌগাছা উপজেলার দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। এমনকি দলীয় কার্যালয়েও আসেনি। ঝিকরগাছা উপজেলার নেতাকর্মীদের নিয়ে চৌগাছা বাজারের ভাস্কর্যের মোড়ে বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পমাল্য অর্পণ করে ঝিকরগাছার উদ্দেশ্য রওনা দেন তিনি।
তাছাড়া, মনোনয়ন প্রদানের পর থেকে চৌগাছার নেতাকর্মীদের পক্ষ থেকে কোন আনন্দ মিছিল করা হয়নি, ভোটারদের মাঝে নেই কোন উচ্ছ্বাস। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, এমন চিত্র বরাবরের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হওয়ায় চৌগাছাবাসীর হতাশার প্রতিচ্ছবি।
অন্যদিকে, চৌগাছায় বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পমাল্য অর্পণকলে সকলের সহযোগিতা চাইলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। বুধবার দুপুরে চৌগাছা বাজারের অবস্থিত বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পমাল্য অর্পণ শেষে তিনি এই সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন আপনাদের। আমি এলাকায় নতুন মানুষ। তাই সকলে সহযোগিতা করবেন।
তিনি বলেন, আমি শতভাগ আশা করি নৌকার সম্মান আপনারা রাখবেন। নৌকা বিজয় হলে আমি আপনাদের উন্নয়নে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্কী, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর ইসরামুল হক খোকন, আওয়ামী যুবলীগ নেতা জাফিরুল হক, সাজ্জাদ হোসেন, কামারুল ইসলাম, সোহাগ হোসেন, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম, আব্দুল আলীম, তারিকুজ্জামান, আরিফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক আজহারুল ইসলাম বাবু, যুবলীগ নেতা তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নূরুল কদর, প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।