দুধের চাহিদা মেটাতে ভারত থেকে ১৪০ টি মহিষ আমদানি

আগের সংবাদ

নৌকা মনোনীত প্রার্থীর সাথে নেই স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ

পরের সংবাদ

নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও চিকিৎসা সেবার উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:৪৬ অপরাহ্ণ

নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এম এম আরাফাত হোসেরেন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্লাহ, মল্লিক ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী বিদ্যুৎ কুমার স্যান্নাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী সেবা সংস্থা ও মল্লিক ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিদ্যালয়ের ২ শত ২১ জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ শিক্ষাথীদের নিয়মিত থেরাপি ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়