চৌগাছায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দিন সভাপতি

আগের সংবাদ

নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও চিকিৎসা সেবার উদ্বোধন

পরের সংবাদ

দুধের চাহিদা মেটাতে ভারত থেকে ১৪০ টি মহিষ আমদানি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:৪৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:৪৩ অপরাহ্ণ

দেশে দুধের চাহিদা মেটাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪০ টি মহিষ আমদানি করা হয়েছে। এর মধ্যে ৬৯ টি গাভি, বাছুর ৬৯ ও শাড় ২ টি রয়েছে।

গত মঙ্গলবার ২৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৯ টি ট্রাকে এসব মহিষ আসে বেনাপোল বন্দরে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক ঢাকার জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের নোরায়াল ডেইরি ফার্ম।

মহিষ আমদানির কাগজ পত্রের তথ্য মতে, মহিষের আমদানি মূল্য ১ লাখ ৩০ হাজার ৯৩৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৪৪০ টাকা। শুল্ক মুক্ত সুবিধায় এসব মহিষ বন্দর থেকে ছাড় পত্র দেওয়া হবে। পরে মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হবে। আমদানিকৃত মহিষ দেশে দুধের চাহিদা ও মহিষের বিস্তার বাড়াতে বড় ভুমিকাও রাখবে বলে জানান এ কর্মকর্তা।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা ও শুল্কায়ন শেষে বন্দর থেকে পরবর্তীতে খালাস হবে দ্রুত যাতে মহিষ গন্তব্যে পৌছাতে পারে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়