যশোরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্য আটক

আগের সংবাদ

দুধের চাহিদা মেটাতে ভারত থেকে ১৪০ টি মহিষ আমদানি

পরের সংবাদ

চৌগাছায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দিন সভাপতি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩ , ১০:২৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৮, ২০২৩ , ১০:২৬ অপরাহ্ণ

চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পান্নু আহম্মেদ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে সভাপতি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের রুমে ঢুকে কম্পিউটার শিক্ষককে বের করে দিয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি পান্নু আহম্মেদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে জোর পূর্বক পদত্যাগ ও স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি এবং নিজের নিরাপত্তা ও স্কুলের নিরাপত্তার স্বার্থে চৌগাছা থানায় একটি জিডি করেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

জিডিতে উল্লেখ করেছেন, আমি চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিবাদী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পান্নু আহম্মেদ খুবই খারাপ ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক তাহার স্বভাব চরিত্র ভাল না। প্রাতিষ্ঠানিক বিষয়াদি নিয়ে বিবাদীর সহিত আমার পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে বিবাদী উক্ত প্রতিষ্ঠানে আসিয়া আমার কক্ষে থাকা আইসিটি শিক্ষক ইসরাইল হোসেনকে অফিস থেকে বাহির করিয়া কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি পান্নু আহম্মেদ বলেন, আমি প্রধান শিক্ষককে শোকজ করেছি। শোকজের জবাব না দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছি। প্রধান শিক্ষকের রুমে তালা মারার কাজটি কি আপনি ঠিক করেছেন প্রশ্নে তিনি বলেন, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি বুঝবানে আপনাকে কৈফিয়ত দিব না।

চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা ও ভিত্তিহীন। কোনো রেজুলেশন ও নিয়মনীতির তোয়াক্কা না করে সভাপতি একক সিদ্ধান্তে শোকজ করেছেন। সভাপতি শোকজে যেগুলো এজেন্ডা লিখেছেন সেগুলো মিথ্যা ও বানোয়াট।

ওই লিখিত এজেন্ডার বিরুদ্ধে প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যরা একত্রিত হয়ে রেজুলেশন করে সদস্যরা বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন এবং ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষা বোর্ড বরাবর সভাপতির বিরুদ্ধে অনাস্থা দিয়ে দরখাস্ত করেন।

এই বিষয়ে চৌগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি প্রধান শিক্ষককে আইনের সহায়তা নিয়ে রুমের তালা ভাঙার পরামর্শ দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতি খুব উগ্রপন্থী শ্রেণীর মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়