যশোরে অস্ত্রগুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজলকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন কসবা কাজীপাড়ার একটি মোটর গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা গুলি ভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক ইয়াসিন মোহাম্মদ কাজল পুরাতন কসবা কাজীপাড়া গোলাম পট্টির মৃত আব্দুল খালেকের ছেলে।
ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানান, তার কাছে খবর আসে ওই এলাকায় একজন অস্ত্র নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ডিবিকে দেখে কাজল পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে চার রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
মাইদুল আরও জানান, কাজলের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অপহরণ সহ নানা অপরাধে অসংখ্য মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে কাজল জানায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তিনি ওই পিস্তল-গুলি নিজের কাছে রেখেছিলেন। এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।