সাকিবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন এমপি শিখর

আগের সংবাদ

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব

পরের সংবাদ

মহেশপুর সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩ , ১১:২৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৭, ২০২৩ , ১১:২৩ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তের ইছামতি নদী থেকে রকিকুল ইসলাম (৪৫) নামে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত রকিকুল ইসলাম মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল।

৪নং স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রকিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। কিন্তু সে মাঝে মধ্যে সীমান্তের ওপারে ভারত থেকে গরু নিয়ে আসায় সাহায্য করতো। আমাদের প্রাথমিক ধারণা, সে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে বিএসএফ’র হাতেই তার মৃত্যু হয়েছে।

৫৮ বিজিবির সিও লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, সে গত ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। পারিবারের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি। লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। তবে বিজিবি গত কয়েকদিনে সীমান্তে কোন গুলির শব্দ শোনেনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে তার মুখে আঘাতের চিহ্ন আছে। হাতে গুলির চিহ্ন আছে। তবে কেন কি কারণে সে ওখানে গিয়েছিল সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। তদন্তের প্রয়োজন।

নভেম্বর ২৭, ২০২৩ at :২৩:২০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়