আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যশোর ১ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনে ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, এবং যশোর ৬ আসনে মনোনয়ন পেয়েছেন শাহীন চাকলাদার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।