সাতক্ষীরায় ৪টি আসনের মধ্যে ৩টিতে’ই নতুন মুখ

আগের সংবাদ

যশোরের ছয় আসনে দুইটি’তে নতুন মুখ

পরের সংবাদ

শাহীন চাকলাদার যশোর-কেশবপুর আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ৮:০১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৬, ২০২৩ , ৮:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শাহীন চাকলাদারকে যশোর-কেশবপুর আসনে দলীয় মনোনয়ন দেয়ার উপলেক্ষে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

রবিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সড়ক সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেশবপুরের বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নাম ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামীলীগ মনোনীত শাহীন চাকলাদার আবারো নৌকার প্রার্থী হওয়ায় কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজনে রবিবার বিকেলে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্র সাহা,পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ,যুব মহিলা লীগ,জাতীয় শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একদিকে একইদিনে বিকেলে উপজেলার প্রতি ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

নভেম্বর ২৬, ২০২৩ at :১৯:৫৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়