প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ৭:৪৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৬, ২০২৩ , ৭:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরার ৪টি আসনে নৌকার মনোনয়নে তিনটি নতুন মুখ আনা হয়েছে। সোমবার কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন। নতুন মুখ হিসেবে যথাক্রমে সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ (স্বপন)। সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,
সাতক্ষীরা-০৪(শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনে শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।