দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিনকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঝিকরগাছায় তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করা হয়েছে।
রবিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনার পরপরই একটি আনন্দ মিছিল বের করে ঝিকরগাছা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি ঝিকরগাছা বাজারের জননী সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পারবাজার থানার মোড় প্রদক্ষিন শেষে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ। মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা যুবলীগ সদস্য মনিরুজ্জামান সোহাগ, আব্দুল বারিক, শাহেদুর রহমান শিপলু, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান, পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, মৎস্যজীবী লীগ সভাপতি ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।