হরতাল-অবরোধে ফুলের ব্যবসায় মারত্মক ধ্বস, দিশেহারা ফুল চাষীরা

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

পরের সংবাদ

ভোলায় যাত্রীবাহি বাসের ধাক্কায় শিশুসহ নিহত দুই, আহত এক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৬, ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ

ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় আব্দুর জব্বার (৫৫) ও হাসনাইন (৬) নামের রিক্সার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাগর নামের এক ব্যক্তি।

রোবিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার লাঙ্গলখালী এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর জব্বার লালমোহন পৌর ৭ নং ওয়ার্ডের করম আলীর ছেলে, ও হাসনাইন পৌরসভা ৫ নং ওয়ার্ডের ভুট্টর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক সিটিং সার্ভিস নামের একটি যাত্রীবাহি বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১ টার দিকে লালমোহন উপজেলার লাঙ্গলখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পথচারীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার ওই দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় নাগর নামে আহত একজনকে লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

লালমোহন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিক্সাটিকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নভেম্বর ২৬: ২০২৩ at :১৭:৩২(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়