বিদেশ ফেরত যুবককে মারপিট ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার এক
যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। হত্যা, ডাকাতি, অস্ত্র, বোমাবাজি ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা রয়েছে।
শনিবার ভোর রাতে শহরের ঢাকা রোড বারান্দীপাড়া এলাকার বিটিসি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সদর ফাঁড়ি পুলিশের এসআই এমরানুর কবীর তাকে আটক করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।
শরিফুল ইসলাম জিতু যশোর শহরের বারান্দীপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ্বাস জানিয়েছেন, শরিফুল ইসলাম জিতু বারান্দীপাড়া, ঢাকা রোড, বকচর, নীলগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ও মাদকের কারবারসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকা- করে আসছে। ২০২২ সালে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকনকে হত্যা করে কারাগারে ছিল জিতু। এরপর জেল থেকে বেরিয়ে বোমা ও অস্ত্র হাতে নিয়ে সাধারণ মানুষকে হত্যাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। গত শনিবার ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারান্দীপাড়া ঢাকা রোডের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসির) সামনে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কর্মকা- করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এসময় সদর ফাঁড়ির এসআই এমরানুর কবীরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে জিতুকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।