যশোর-৫ (মণিরামপুর) আসনে মতুয়া বান্ধব প্রার্থীর নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার দুপুরে মণিরামপুরে নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে এ দাবি জানানো হয়। এ আসনে দক্ষ, যোগ্য ও স্মার্ট প্রার্থীর হাত ধরে মণিরামপুরের ত্যাগী আওয়ামী লীগ কর্মী তাদের সম্মান ফিরে পাবে। যাদের আজ কোন মূল্য নেই। একারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতুয়া বান্ধব প্রার্থীকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুরোধ করেন।
এসময় বক্তারা আরো বলেন, বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে কর্তৃক নিম্ন বর্ণের হিন্দুরা গত এক যুগ ধরে বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত। অনেক হিন্দুদের বাড়ী-ঘর জ্বালাও পোড়াও এবং ভাংচুর হয়েছে।
মণিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী রতন পালের ভাই পরিমল, প্রভাষক উদয় শংকরসহ আরও হত্যাকান্ড ঘটেছে। হিন্দু বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। হরিদাসকাঠি কুলটিয়া ইউনিয়নে বলরামের ১৮ শত বিঘা ঘের মন্ত্রী পুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ জোর পূর্বক জবরদখল করে মাছ লুটপাট করে মারধর করে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে এবং হিন্দুদের ভেতরে আতংক সৃষ্টি করেছে। এ কারণে মণিরামপুর বাজারের সবথেকে বড় ব্যবসায়ী রতন পালসহ শত শত হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। এছাড়া মণিরামপুরের সব থেকে বড় পূজা শারদীয় দূর্গা উৎসবে হাজিরহাটে গতবছর বাধা প্রদান করা হয়েছে। এছাড়া গত ১৩ ই নভেম্বর ২৩ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাওয়ার পথে মন্ত্রী পুত্র কর্তৃক সন্ত্রাসী বাহিনী দ্বারা দলের কর্মীদের যেতে বাধা প্রদান, মাথা ফাটানোসহ হত্যাচেষ্টা এবং অসংখ্য কর্মীকে মারধোর ও গাড়ী চালকের মাথা ফাটানো ও গাড়ী ভাংচুর করার প্রতিবাদ করিলে মহিলা নেত্রী বাসন্ত রাণীর বাবার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়। বর্তমান স্বপন ভট্টাচার্য্য উনি আমাদের কোনো দেখভাল করেননি এবং সুষ্ঠু বিচারও করেননি। শুধুমাত্র আমরা নিম্নবর্ণের হিন্দু এ কারণে। আমাদেরকে যারা দেখভাল করবে, নিরাপত্তা প্রদান করবে এবং বাংলাদেশে সুষ্ঠুভাবে বসবাস করার নিশ্চয়তা দিবে এমন জনপ্রতিনিধি কে আমরা চাই।
এসময় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা মতুয়া মিশনের সভাপতি আদিত্য কুমার মন্ডল, সহ-সম্পাদক অনুপম মল্লিক, মহিলা নেত্রী বাসন্তী মন্ডল, আওয়ামী লীগ নেতা রাজ কুমার বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।