কালীগঞ্জে সদ্য যোগদানকারী ওসি আবু আজিফ
ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ আবু আজিফ বলেছেন, আমরা মাদককে জিরো টলারেন্সে নিয়ে যেতে চাই। এজন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। শনিবার সন্ধ্যায় তার কার্যালয়ে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি একথা বলেন। এসময়ে প্রেসক্লাবের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার আয়োজনে অনুষ্টিত এই মতবিনিময়ে ওসি আরো বলেন, মাদক ছাড়াও চুরি, ছিনতাই রোধসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে তিনি একনিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করবেন। সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের লেখনির মাধমেই সমাজের সকল অনিয়ম, অপকর্ম উঠে আসে। তাই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ সহ তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি চলতি নভেম্বর ২৩ মাসে এ থানাতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন।
মতবিনিময়ে সাংবাদিকদের আলোচনায় অংশ নেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাবিব উসমান, উচ্চ কন্ঠের সাবেক সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, রূপান্তর প্রতিদিন-এর প্রতিবেদক আরিফ মোল্ল্যা, গাজী টিভির ওলিয়ার রহমান, আমাদের সময়ের মানিক ঘোষ, দৈনিক অধিকরণ কামরুজ্জামান তোতা, আমাদের নতুন সময়ের ফিরোজ আহম্মেদ, ভোরের পাতার সাইদুর রহমান, সাংবাদিক রুহুল আমিন সৌরভ, রেজাউল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু, সুজন হোসেন, নজরুল ইসলাম, সামসুল করিম ইমন, সনেট ও মাসুদুর রহমান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।