সাতক্ষীরা খুলনা মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

আগের সংবাদ

রেলক্রসিং এ মহাসড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন 

পরের সংবাদ

ফিফার জরিমানার শঙ্কায় বাফুফে

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ-লেবানন ম্যাচে গ্যালারিতে সমর্থকদের ঘটানো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফিফার জরিমানা মুখে পড়তে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, পরবর্তী হোম ম্যাচ গুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। তবে, সমর্থকদের সচেতন হওয়ার আহ্বান তার।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কিংস অ্যারেনায় ৭৯ ধাপ এগিয়া থাকা শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দেয়ার দিনে পুরো গ্যালারিতে ছিল বাংলাদেশি সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। কেউ কেউ অতি উৎসাহে গ্যালারিতে ধোঁয়ার সৃষ্টি করেন। এছাড়া খেলা চলাকালীন মাঠে দর্শক ঢুকে জড়িয়ে ধরেন ফুটবলার সোহেল রানাকে। ফিলিস্তিনের পতাকাও ছিল অনেকের হাতে।

এতসব ঘটনা চোখ এড়ায়নি ফিফা নিযুক্ত ম্যাচ কমিশনারের। এমন ঘটনার জন্য বাফুফের কাছে জবাব চাইবে ফিফা। করা হতে বড় অঙ্কের জরিমানাও। যদিও ফিফা থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা আসেনি।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন,  ‘ফিফা থেকে কিছু বলার আগে আমাদের আগ বাড়িয়ে কোনো মন্তব্য না করাই ভালো। ফিফা-এএফসির বাইলজের এক বিন্দু এদিক-সেদিক যাওয়ার সুযোগ আমাদের নেই। ফিফা থেকে যদি কোনো নির্দেশনা আসে, অবশ্যই আমাদের মানতে হবে।’

লেবাননের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর দেশের ফুটবলে বইছে সুবাতাস। সমর্থকরা আগ্রহী হচ্ছেন মাঠে বসে খেলা দেখতে। তাই পরবর্তী ম্যাচ গুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। তবে, সচেতন হতে হবে সমর্থকদেরও।

মানিক বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক সময় মাঠে দর্শক ঢুকে যাচ্ছে। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা চেষ্টা করব, প্রশাসন যেন নিরাপত্তা আরও বাড়িয়ে দেয়। যেন এসব টুর্নামেন্টে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে। সমর্থকদেরও নিজেদের সচেতন হওয়া উচিত।’

আগামী বছরের ২২ মার্চ বসুন্ধরা কিংস এ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড টু’তে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।

নভেম্বর ২৫, ২০২৩ at :১২:১৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়