আগামিকালের মধ্যে আ. লীগের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা

আগের সংবাদ

ফিফার জরিমানার শঙ্কায় বাফুফে

পরের সংবাদ

দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ২ জন

সাতক্ষীরা খুলনা মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১০:৪৪ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩ , ১০:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে এক কন্যা শিশু সহ প্রাইভেটকার চালক।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার সময় সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন অসীম কুমার (৪৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস(৩৬)। তারা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি’র বাসিন্দা বলে জানা গেছে।এছাড়া আহত হয়েছেন প্রাইভেটের চালক রফিকুল ইসলাম সজীব। সে খুলনার ফুলবাড়ী এলাকার বাসিন্দা । অপরজনের পরিচয় পাওয়া যায়নি । সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটযোগে সাতক্ষীরা অভিমুখে আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নিহত দুই ভারতীয় নাগরিকের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত প্রাইভেট চালক সদর হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নভেম্বর ২৫, ২০২৩ at :১০:৩৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়